বোর্ডের সঙ্গে সমস্যা মিটিয়ে ভারতে সফরে যাবে বাংলাদেশ, আশা সৌরভের

|

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিরোধ অচিরে মিটে যাবে বলে মনে করেন বিসিসিআই সভাপতি পদে নির্বাচিত সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর আশা, আসন্ন ভারত সফরে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য কোনও বাধা তৈরি হবে না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিরোধের জের ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজের উপর প্রভাব পড়বে কিনা জানতে চাওয়া হলে সোমবার ঢাকায় সৌরভ হেসে বলেন, ‘বিষয়টি ওঁদের অভ্যন্তরীণ সমস্যা। কিন্তু ওঁরা তা মিটিয়ে নেবেন এবং সফরে আসবেন।’

বিসিসিআই সভাপতি হিসেবে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন কিনা জানতে চাওয়া হলে সৌরভ জানান, ‘এটা ওঁদের অভ্যন্তরীণ বিষয়। বিসিবি-এর সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু বিষয়টি আমার এখতিয়ারে নেই।’

তিনটি টি২০ আন্তর্জাতিক ম্যাচ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে নভেম্বর মাসে ভারতে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। আগামী ৩ নভেম্ব দিল্লির ম্যাচ দিয়ে শুরু হওয়ার কথা সিরিজটির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply