‘কর্মকর্তা-কর্মচারীদের ঠকাতে শেয়ার বিক্রি করছে সানোফি’

|

সানোফি বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের ঠকানোর জন্য শেয়ার বিক্রির মত প্রতারণার আশ্রয় নিয়েছে কোম্পানির কান্ট্রি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, অভিযোগ সানোফির কর্মীদের।

আজ সকালে ডিআরইউ তে সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ জানান।

তারা বলেন, বহুজাতিক কোম্পানি বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নেয়া কিংবা শেয়ার হস্তান্তর করতে হলে কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি,এবং চাকুরিচ্যুত হওয়ায় ক্ষতিপূরণ দিতে হবে। যেহেতু, সানোফি লাভজনক প্রতিষ্ঠান, এবং কোম্পানির নিজ সমস্যার কারনে চলে যাচ্ছে, তাই সেই অনুযায়ী ক্ষতিপূরণ দাবি করেন কর্মীরা।

এসময়, কর্মীদের ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন কোম্পানির ঊর্ধ্বতম কর্মকর্তারা, অভিযোগ করেন তারা। সমস্যা সমাধানে সরকার ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply