দেখা মিললো অদ্ভুত এক প্রাণীর!

|

অদ্ভুতদর্শন এক প্রাণী। প্রথম দেখায় লোমশ দেহটি কুকুরের মতোই লাগে, কিন্তু কোথায় যেন অসঙ্গতি? দেহটি কুকুরের মতো হলেও প্রাণীটির মুখমণ্ডল ভালুকের সদৃশ। এমন প্রাণী কেউ দেখেছিল আগে? রাশিয়ার রাস্তায় বেওয়ারিশ ঘুরে বেড়াচ্ছিল প্রাণীটি। যেই দেখছিল প্রাণীটিকে বিভ্রান্ত হচ্ছিল, একি কুকুর নাকি ভালুক!

পরে অদ্ভুতদর্শন প্রাণীটির ঠাঁই হয় পশু আশ্রয়ণ কেন্দ্রে। তারা এটিকে কুকুর বলেই শনাক্ত করে। প্রাণীটির এ রকম কিম্ভূতকিমাকার রূপের জন্য দায়ী করা হচ্ছে দায়িত্বজ্ঞানহীন পশু প্রজননকারীদের। আশ্রয়ন কেন্দ্রের পক্ষ থেকে এহেন কাণ্ডজ্ঞানহীন কাজের প্রতি তীব্র ধিক্কার জানানো হয়েছে।

এই বেওয়ারিশ কুকুরটির নাম রাখা ‘মেদভিয়েবাকা’ রাশান ভাষায় যেটির যার অর্থ ভালুক এবং কুকুরের সংমিশ্রণ। প্রাণীটির দেহ কুকুরের মতো এবং নাক মুখ ভালুকের মতো হওয়ায় এমন নামকরণ।

প্রাণীটির আচার-আচরণেও অস্বাভাবিকত্ব দেখা যাচ্ছে। কোনো মানুষ ভাব জমাতে আসলেই এটি রেগে যাচ্ছে। ন্যাশ ডোম পশু আশ্রয়ণ কেন্দ্র এই অদ্ভুতদর্শন প্রাণীটির ছবি প্রকাশ করেছে। তাদের আশা এই পশুটির প্রকৃত মালিক ছবিটি দেখে তার সন্ধানে যোগাযোগ করবে।

যমুনা অনলাইন: টিএফ

সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply