১৪৩ টাকার খাজনা জমা নিতে ১৩ হাজার টাকা ঘুষ!

|

বগুড়া ব্যুরো
জমির খাজনা গ্রহণের জন্য ১৩ হাজার টাকা উৎকোচ নেয়ার সময় বগুড়ার গাবতলীতে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল হান্নানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন-দুদকের বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম। রোববার বিকেলে উপজেলার নারুয়ামালা ইউনিয়ন ভূমি অফিস থেকে তাকে আটক করা হয়।

দুদক বগুড়া জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক মনিরুজ্জামান যমুনা নিউজকে জানান, জমির খাজনা বাবদ ১৪৩ টাকা ফি জমা নেয়ার জন্য ১৩ হাজার টাকা উৎকোচ চেয়েছিলেন আবদুল হান্নান। ভূক্তভোগী জমির মালিক দুর্নীতি দমন কমিশন-দুদকের হটলাইনে বিষয়টি জানালে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের কর্মকর্তারা রোববার ওই ভূমি অফিসে অভিযান চালান। এসময় উৎকোচের ১৩ হাজার টাকাসহ ভূমি কর্মকর্তা আবদুল হান্নানকে আটক করেন তারা। আটক ভূমি কর্মকর্তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান মনিরুজ্জামান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply