খুলে দেয়া হলো ‘পাবজি’

|

পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগের আবেদনে বিশ্বজুড়ে আলোচিত অনলাইন গেইম ‘প্লেয়ারআননোনস ব্যাটলগ্রাউন্ড’ (পিইউবিজি) বাংলাদেশে বন্ধ করার পর আবার খুলে দেয়া হয়েছে।

গতকাল শুক্রবার রাতে গেইমটি বন্ধ করার ব্যাপারে সরকারি কর্মকর্তারা জানানোর পর রাতে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার জানান এটি আবারও খুলে দেয়া হয়েছে।

রাত ১০টার দিকে দেওয়া ওই পোস্টে মন্ত্রী লেখেন, “PUBG ব্যবহারকারী যারা এটি ব্লক করায় নাখোশ ছিলেন তারা জেনে খুশি হবেন যে এটি আর ব্লক করা নেই।”

পরে এ বিষয়ে জানতে চাইলে মোস্তাফা জব্বার সাংবাদিকদের বলেন, সরকার কারও ব্যক্তিগত স্বাধীনতায় ‘হস্তক্ষেপ করতে চায় না’। তাই গেইমটি খুলে দেয়া হয়েছে। অভিভাবকরা চাইলে নিজেরাই তাদের ছেলে-মেয়েদের এই গেইম খেলা বন্ধের ব্যবস্থা করতে পারেন।

এই গেইমে আসক্তি তৈরি হওয়ায় তরুণরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিভাবকদের অভিযোগের প্রেক্ষিতে সেটি বন্ধ করার জন্য বিটিআরসিকে বলেছিল পুলিশের সাইবার সিকিউরিটি বিভাগ। তাদের আবেদনে গেইমটি ডাউনলোড করার সুযোগ বন্ধ করে দিয়েছিল বিটিআরসি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply