বিএসএফ-বিজিবি’র গোলাগুলির ঘটনা ভুল-বোঝাবুঝি: স্বরাষ্ট্রমন্ত্রী

|

রাজশাহীর চারাঘাটে বিএসএফ-বিজিবি’র গোলাগুলির ঘটনা ভুল-বোঝাবুঝি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে দুই বাহিনীর প্রধানদের মধ্যে আলোচনা হচ্ছে; সীমান্তে শান্তি রক্ষায় দুই দেশই তৎপর। জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।

এদিকে, চারঘাট সীমান্তে অনুপ্রবেশের মামলা ভারতীয় জেলে প্রণব মন্ডলকে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রাজশাহীর চারাঘাটে সীমান্তে বাংলাদেশের জলসীমায় ঢুকে মা ইলিশ ধরতে থাকেন তিন ভারতীয় জেলে। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ১ জনকে আটক করা হয়। তাকে বিএসএফের কাছে ফিরিয়ে দিতে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। তবে আহ্বানে সাড়া না দিয়ে ওই জেলেকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করলে গোলাগুলির ঘটনা ঘটে। এতে, বিএসএফ’র এক জওয়ান নিহত হন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply