রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করবেনা ফেসবুক

|

কোন প্রতিষ্ঠানে রাজনীতিক বা গণতান্ত্রিক সংবাদকে সেন্সর করা সঠিক সিদ্ধান্ত নয়। বৃহস্পতিবার, এ মন্তব্য করেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ।

ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপনগুলো ভূয়া তথ্য প্রচার করছে- এ বিতর্কের চাপে ওয়াশিংটন ডিসিতে বক্তব্য রাখেন জাকারবার্গ। তিনি জানান, ফেসবুকে কোন রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আগে বিবেচনা করা হবে। জাকারবার্গ এটাও বলেন, তার একক পরামর্শে কোন কিছু পাল্টানো সম্ভব না। প্রতিষ্ঠান যা লাভজনক ভাববে, সেটাই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। ২০১৪ সালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই; ফেসবুকের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

অভিযোগ ওঠে, ক্যামব্রিজ অ্যানালিটিকা প্রতিষ্ঠানের কাছে লাখ-লাখ গ্রাহকের তথ্য দিয়েছে প্রতিষ্ঠানটি। যার মাধ্যমে, নির্বাচনকে প্রভাবিত করা হয়েছে। এছাড়া, মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ ইস্যুতেও জড়ায় ফেসবুকের নাম।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply