পাকিস্তানকে আর পানি দেবে না ভারত: মোদি

|

পাকিস্তানকে আর পানি দেবে না ভারত। ঘুরিয়ে দেয়া হবে ভারত থেকে পাকিস্তানে বয়ে যাওয়া সব নদীর গতিপ্রবাহ। ভারতের পানি থাকবে ভারতেই। বিধানসভা নির্বাচনের প্রচারণায়, মঙ্গলবার এসব কথা বলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

হরিয়ানায় এক জনসমাবেশে তিনি বলেন, প্রত্যেক ফোঁটা পানি যেন ভারতীয় কৃষকরা ব্যবহার করতে পারে তা নিশ্চিত করা হবে। সে লক্ষ্যে কাজও শুরু হয়েছে বলে জানান মোদি। কাশ্মির ইস্যুতে দ্বন্দ্বের জেরে গেল আগস্টে পাকিস্তানের সাথে বিভিন্ন নদীর পানির গতিবিধি, বণ্টন ও গুণগত মান বিষয়ক তথ্য আদান-প্রদান স্থগিত করে ভারত।

১৯৮৯ সালের একটি সমঝোতা অনুযায়ী এসব তথ্য দেয়া-নেয়া করতো দুই দেশ। সিন্ধু নদের গতিপথও ঘুরিয়ে দিয়ে, পানির পুরোটাই অভ্যন্তরীণ কৃষি ও শিল্প খাতের উন্নয়নে ব্যবহার করতে চায় ভারত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply