শরীয়তপুরে ১৭৯ জেলেকে কারাদণ্ড

|

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের পদ্মা মেঘনায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ১৭৯ জন জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া ৪ টি স্পীড বোট, প্রায় ৫ লক্ষ মিটার ও বিপুল পরিমাণ মা ইলিশ জব্দ করা হয়েছে। জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

জেলার চার উপজেলার পদ্মা মেঘনায় অভিযান পরিচালনা করে একযোগে উপজেলা প্রশাসন, মৎসবিভাগ, কোস্টগার্ড, নৌ-পুলিশ ও বিভিন্ন থানার পুলিশ।

অভিযান চলাকালে জাজিরা উপজেলার পাইনপাড়া চরে অসাধু জেলেরা সংঘবদ্ধ হয়ে টহল টিমের ওপর হামলা চালায়। এতে পুলিশসহ প্রশাসনের ৪জন আহত হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস কর্মকর্তা বিশ্বজিৎ বৈড়াগী।

শরীয়তপুরের জাজিরা উপজেলা থেকে গোসাইরহাট উপজেলার পর্যন্ত পদ্মা ও মেঘনার মোট ৭০ কিলোমিটার এলাকায় ইলিশের প্রজনন মৌসুমে ২২ দিনের জন্য সব ধরনের জাল ফেলার নিষেধাজ্ঞা রয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply