মাঠের আন্দোলনের ইতি টানলো বুয়েট শিক্ষার্থীরা

|

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার ও নিরাপদ ক্যাম্পাসে দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আপাতত মাঠ পর্যায়ের আন্দোলনের ইতি টেনেছেন। মঙ্গলবার বিকেলে বুয়েটের ভারপ্রাপ্ত ছাত্রকল্যাণ পরিচালক ড. আব্দুল বাসেতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এক ব্রিফিং-এ এমন সিদ্ধান্ত জানায় আন্দোলনরত শিক্ষার্থীরা।

এর আগে, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। নতুন কর্মসূচি দিতে নিজেদের মধ্যে চলে আলোচনা। ভর্তি পরীক্ষা আয়োজনে গেল দু’দিন আন্দোলন শিথিল ছিলো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের কিছু দাবি বাস্তবায়নের উদ্যোগ নিলে ভর্তি পরীক্ষা আয়োজনে সহায়তা করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, ভারতের সাথে চুক্তি নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে স্ট্যাটাস দেয়ায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলে ছাত্রলীগের কিছু নেতাকর্মী পিটিয়ে হত্যা করে। এর প্রতিবাদে ১০ দফা আন্দোলন নিয়ে মাঠে নামে বুয়েটের শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে বুয়েটে শিক্ষক ও ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আবরার ফাহাদ হত্যার ঘটনায় এরইমধ্যে ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষ। আর ১২ স্থায়ী বহিস্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply