প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে গণভবনে আবরারের পরিবার

|

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করতে গণভবনে গিয়েছেন নির্মম নির্যাতনে শিকার হয়ে মারা যাওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবার। সোমবার বিকেলে গণভবনে প্রবেশ করেন আবরার ফাহাদের বাবা, মা ও ভাই।

ভারতের সঙ্গে চুক্তির বিরোধিতা করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেয়ার জেরে রোববার (৬ অক্টোবর) রাতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের নিজের ১০১১ নম্বর কক্ষ থেকে আবরারকে ২০১১ নম্বর কক্ষে ডেকে নেয়া হয়। সেখানে ‘শিবির’ ট্যাগ লাগিয়ে তাকে বেধড়ক পেটানো হয়। চরম নির্যাতনের শিকার হয়ে আবরারের মৃত্যু হয়।

এ ঘটনায় বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেল ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহতাসিম ফুয়াদসহ ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ১৯ জনকে সাময়িক বহিষ্কার করেছে বুয়েট কর্তৃপক্ষও। আর ১২ জনকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বাংলাদেশ ছাত্রলীগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply