বিষখালী নদীতে ‘মা’ ইলিশ নিধনে বেপরোয়া জেলেরা

|

ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ‘মা’ ইলিশ নিধনে জেলেরা বেপরোয়া,রাজাপুর উপজেলা প্রশাসন ‘মা ইলিশ নিধন রক্ষায় মরিয়া।

জেলেরা প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মা ইলিশ নিধন করছে। বিষখালী নদীর নলছিটি উপজেলার গজালিয়া, বাদামতলা এলাকার নদী অরক্ষিত রয়েছে। ফলে ঐ এলাকার জেলেরা উৎসব করে দিন-রাত সমান তালে মা ইলিশ নিধন করে যাচ্ছে।

রাজাপুরের জেলেরা ক্ষোভ প্রকাশ করে বলছে উপজেলা প্রশাসন রাজাপুর আমাদেরকে মাছ ধরতে দিচ্ছেনা। অথচ নলছিটির প্রশাসন নদীর দিকে নজর দিচ্ছেনা ওখানকার জেলেরা দিন রাত সমান তালে মাছ ধরছে।

অভিযোগ রয়েছে নলছিটি উপজেলার গজালিয়া, বাদামতলা এলাকার জেলেরা নিয়মিত নৌ-পুলিশদের টাকা দিয়ে ম্যানেজ করে প্রতিদিন মাছ শিকার করছে। নদীতে জোয়ার শুরুর আগমূহুর্ত ও ভাটার আগমূহুর্ত জাল ফেলার সময়। কিন্তু নৌ-পুলিশ ঠিক এই দুই সময় গজালিয়া, বাদামতলা এলাকার জেলেদের সুযোগ করে দিয়ে বাকি সময় লোক দেখানো অভিযান পরিচালনা করে আসছে।

এব্যাপারে নৌ-পুলিশের এসআই রেজাউলের সাথে যোগাযোগ করলে ফোন রিসিভ করেনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply