চালকদের কর্মবিরতি; উবারের বক্তব্য

|

রোববার দিবাগত রাত ১২টা থেকে আজ সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত উবার অ্যাপ বন্ধ রেখে স্বেচ্ছায় কর্মবিরতি পালন করছে উবার চালকেরা। ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন নামে একটি সংগঠন থেকে এই ঘোষণা দেয়া হয়।

চালকদের ডাকা এই ধর্মঘটের ব্যাপারে উবারের পক্ষ থেকে বলা হয়- কিছু সংখ্যক চালকের জন্য যে সমস্যার তৈরি হয়েছে তার জন্য ‍উবার কর্তৃপক্ষ দুঃখিত। তবে আমরা এটিকে একটি সুবিধাজনক ও সহজলভ্য সেবা হিসেবে গ্রাহকের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। আশা করি খুব দ্রুতই এ সমস্যার সমাধান হবে। এছাড়াও আমাদের অ্যাপে চালক ও যাত্রীদের সমস্যার কথা জানানোর একটি প্ল্যাটফর্ম রয়েছে।

উবার চালকদের সংগঠন রাইড শেয়ারিং ড্রাইভার্স ইউনিয়ন থেকে জানানো হয়, পাঁচ-ছয় মাস ধরে ওয়েবিল কম আসা, পঁচিশ পার্সেন্ট কমিশন দেয়ার চাপ ও ড্রাইভারদের নিরাপত্তাসহ আট দফা দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে উবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে আসছে তারা। তবুও উবার থেকে কোনও ধরনের উত্তর পাওয়া যায়নি। এছাড়া বারো ঘণ্টার পর ছয় ঘণ্টা অ্যাপস বন্ধ রাখার নিয়ম চালু করেছে উবার যার ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে চালকেরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply