ইকুয়েডরকে গোল বন্যায় ভাসালো আর্জেন্টিনা

|

ইকুয়েডরকে গোল বন্যায় ভাসিয়ে দিয়ে দারুন এক জয় পেল আর্জেন্টিনা।

স্পেনের মার্তিনেস ভালেরো স্টেডিয়ামে রোববার প্রীতি ম্যাচে ৬-১ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। দুই অর্ধে সমান তিনটি করে গোল পায় তারা।

আর্জেন্টিনার পক্ষে গোল করেছেন, লুকাস আলারিও, লেয়ান্দ্রো পারেদেস, হের্মান পেস্সেইয়া, নিকোলাস দোমিনগেস ও লুকাস ওকামপোস। অন্য গোলটি আত্মঘাতী।

গত বুধবার জার্মানির মাঠে প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়িয়ে ২-২ ড্র করেছিল আকাশী জার্সিধারীরা।

জার্মানির বিপক্ষে যেখানে শেষ করেছিল, একুয়েডরের বিপক্ষে যেন সেখান থেকেই শুরু করে আর্জেন্টিনা। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে গিয়ে নিয়ন্ত্রণে নিয়ে নেয় ম্যাচ।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোলের দেখা পায় আর্জেন্টিনা। মার্কোস আকুনার কর্নারে লাফিয়ে নেওয়া হেডে জাল খুঁজে নেন আলারিও। সাত মিনিট পর বাঁ দিক থেকে ডি-বক্সে আরেকটি ক্রস বাড়ান আকুনা। বল ডিফেন্ডার এসপিনোসার পায়ে লেগে গোললাইন পেরিয়ে যায়।

৩২তম মিনিটে সফল স্পট কিকে আরেকটি গোল করেন পারেদেস।

অন্যদিকে, ইকুয়েডর তার প্রথম গোল পায় দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে। বাঁ দিক থেকে দারুণ এক ফ্রি-কিকে একটি গোল শোধ করেন ইকুয়েডরের আনহেল মেনা।

ম্যাচের ৬৬তম মিনিটে পেস্সেইয়ার হেডে আবারও তিন গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।

৮২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে পঞ্চম গোলটি করেন মিডফিল্ডার দোমিনগেস। আর ৮৬তম মিনিটে দুরূহ কোণ ঠিকানা খুঁজে পান ওকামপোস।

গত জুলাইয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনালে ব্রাজিলের কাছে হারের পর এই নিয়ে টানা পাঁচ ম্যাচ অপরাজিত রইলো আর্জেন্টিনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply