ভিসি-ট্রেজারার বিহীন বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিত

|

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের সব কমিটির সমন্বয়ে একটি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভিসি-ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের শীর্ষ পদগুলো শূন্য থাকায় ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আগামী ১৮ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হবার কথা ছিল। পরবর্তী তারিখ ওয়েবসাইটে জানিয়ে দেয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

বৈঠকে অংশ নেয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহসীন উদ্দীন বলেন, ভর্তি পরীক্ষার আর্থিক বিষয় জড়িত। কিন্তু বিশ্ববিদ্যালয়ের আর্থিক বিষয় যারা পরিচালনা করে থাকেন তাদের পদ শূন্য। তাই ভর্তি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কবে ভর্তি পরীক্ষা নেয়া হবে সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেয়া হবে।

আরকে শিক্ষক জানান, উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বলা যাচ্ছে না কবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, বেশ কিছু দিন ধরে উপাচার্য, প্রোভিসি ও ট্রেজারারবিহীন অবস্থায় আছে বিশ্ববিদ্যালয়টি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply