ব্র্যাডম্যান-শচীনকে টপকে টেস্টে নতুন রেকর্ড কোহলির

|

প্রোটিয়াদের বিরুদ্ধে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে স্যার ডন ব্র্যাডম্যানের রেকর্ড ভেঙে দিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

অধিনায়ক হিসেবে ৫০ তম টেস্টে নেমে দুর্দান্ত ব্যাটিংয়ে টেস্টকেই স্মরণীয় করলেন কোহলি। দলের অধিনায়ক হিসেবে এই নিয়ে ন’বার ১৫০ রানের গণ্ডি পেরোলেন তিনি। আর তাতেই গড়েন নতুন রেকর্ড। অধিনায়ক হিসেবে দেড়শোর গণ্ডি টপকানোর নিরিখে অজি কিংবদন্তি ব্র্যাডম্যানকে পিছনে ফেলেন তিনি। দলকে নেতৃত্ব দেওয়াকালীন আটটি সেঞ্চুরি করেছিলেন ব্র্যাডম্যান।

২০১৭ সালে দিল্লিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ২৪৩ রান করেছিলেন ক্যাপ্টেন কোহলি। আন্তর্জাতিক টেস্ট কেরিয়ারে সেটাই ছিল তাঁর সর্বোচ্চ রান। এবার নিজের সেই রেকর্ড অঙ্ককেও টপকে গেলেন তিনি। এখানেই শেষ নয়, টেস্টে ব্যক্তিগত সাত হাজারেরও বেশি রানের মালিক হয়ে গেলেন তিনি। শুধু তাই নয়, টেস্টে শচীনের সর্বোচ্চ রানের (২৪৮) রেকর্ডও ভাঙলেন তিনি। ২৫৪ রানে অপরাজিত থেকে ইনিংস ডিক্লেয়ার করে অধিনায়ক কোহলি।

এদিকে প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ভারত সংগ্রহ করে ৬০১ রান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply