ইজিবাইককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলকে ধাক্কা, নিহত ২

|

মাগুরা প্রতিনিধি
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ইটখোলা এলাকায় পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী মো: পিকুল মোল্যা (৪০) ও আরজিনা বেগম (৫০) নিহত হয়েছে। এবং ইজিবাইকের চালক আহত।

মাগুরা রমনগর হাইওয়ে ফাড়ির ইনচার্জ এস আই লিফটন মিয়া জানান, আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-১৫-৩৫৩৭) মাগুরা সদরের ইটখোলা এলাকায় পৌঁছালে ইজিবাইককে বাঁচাতে যেয়ে মোটরসাইকেল কে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটারসাইকের দুই আরোহী নিহত হয়। অপর দিকে ইজিবাইক চালক গুরুতর আহত হয় । আহত ইজিবাইক চালক আলী হাসান(২০) কে মাগুরা ২৫০ শস্যা বিশিষ্ট্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পিকুল মোল্যা তার আত্মীয় আরজীনা বেগমকে নিয়ে গ্রামের বাড়ি বগুড়া-মাঝাইল বেড়াতে যাচ্ছিলেন।

নিহত পিকুল মোল্যা মাগুরা শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা এবং তার আত্মীয় নিহত আরজীনা বেগম গণফোরামের এর খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ডা: মিজানুর রহমান এর স্ত্রী।

বাসটিকে পুলিশ আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মাগুরা ২৫০ শস্যা বিশিষ্ট্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply