কিউবার আইন পরিষদে অংশ নিতে পারবেন না সাবেক বিপ্লবীরা

|

কিউবার আইন পরিষদ কিংবা সাংবাধিকানিক কাঠামোতে আর অংশ নিতে পারবেন না, দেশটির সাবেক বিপ্লবীরা।

বৃহস্পতিবার এ সংক্রান্ত বিল পাস হয় দেশটির পার্লামেন্টে। প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ উত্থাপিত এই বিলে, বলা হয়, ১৯৫৯ সালে হওয়া বিপ্লবে অংশ নেয়া নেতারা আর কিউবার আইন পরিষদের সদস্য হতে পারবেন না। এমনকি সাংবিধানিক কোনো প্রতিষ্ঠানের সাথেও তারা সম্পৃক্ত হতে পারবেন না। ফলে নির্বাচনেও অংশ নিতে পারবেন না সাবেক বিপ্লবীরা। এ সিদ্ধান্তের ফলে, প্রশাসনের ওপর দেশটির সাবেক প্রেসিডেন্ট রাউল ক্যাস্ত্রোর প্রভাব আরও কমবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply