সাহিত্যে নোবেল পেলেন অস্ট্রিয়ান ঔপন্যাসিক পিটার হ্যান্ডকে

|

চলতি বছর সাহিত্যে নোবেল পেলেন অস্ট্রিয়ান ঔপন্যাসিক পিটার হ্যান্ডকে। অন্যদিকে ২০১৮ সালের জন্য নোবেল পেয়েছেন পোল্যান্ডের লেখক ও মানবাধিকারকর্মী ওল্গা তোকারজুক । বৃহস্পতিবার সুইডিশ অ্যাকাডেমি এই ঘোষণা দেয়।

২০১৯ সালে সাহিত্যে নোবেল পাওয়া পিটার হ্যান্ডকের জন্ম ১৯৪২ সালে। উপন্যাস হিসেবে জনপ্রিয়তা পেলেও, নাটক ও অনুবাদের জন্যও খ্যাতি রয়েছে তার।

অন্যদিকে, ২০১৮ সালের জন্য সাহিত্যে নোবেল পাওয়া ওল্গা তোকারজুকের জন্ম ১৯৬২ সালে। ২০১৮ সালে ফ্লাইটস উপসন্যাসের জন্য ম্যান বুকার পুরস্কার পান এই নারী। ২০১৮ সালে, নোবেল কমিটির সদস্যের স্বামী ও জনপ্রিয় আলোকচিত্রী জ্যঁ ক্লদ আর্নোর বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ আনা হয়।

একইসাথে বলা হয়, বিজয়ীর নাম ফাঁস করেছেন তিনি। যার ফলে, স্থগিত করা হয় গেলোবার সাহিত্যে নোবেল প্রদান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply