এভাবেও কেউ আউট হন?

|

একজন ব্যাটসম্যান নানাভাবে আউট হতে পারেন। ক্রিকেট আইনে আউটের মোট সংখ্যা ১১টি। তন্মধ্যে অন্যতম টাইম আউট।

একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে পরবর্তী ব্যাটসম্যানকে ক্রিজে পৌঁছতে হয়। ব্যত্যয় ঘটলে তাকে টাইম আউট ঘোষণা করা হয়।

ক্রিকেট আইনের ৩১তম ধারায় এ আউট উল্লেখ রয়েছে। এই নির্ধারিত সময় হচ্ছে ৩ মিনিট। অবশ্য আগে সেটি ছিল ২ মিনিট। অর্থাৎ একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর ৩ মিনিটের মধ্যে অপর ব্যাটসম্যানকে ক্রিজে আসতে হবে।

আন্তর্জাতিক ক্রিকেট এখন পর্যন্ত এ আউটের সাক্ষী হতে পারেনি। তবে প্রথম শ্রেণির ম্যাচে টাইম আউটের চারটি ঘটনা নথিবদ্ধ আছে।

আগের দিন নটআউট থেকে পরের দিন ব্যাটিংয়ে নামতে বিলম্ব করায় ব্যাটসম্যান এ ধরনের আউট হয়েছেন। সতীর্থ আউট হওয়ার পর অপরজন ব্যাটিংয়ে নামতে তৎপর না হওয়ায় এর শিকার বনেছেন। এমনকি বাউন্ডারিতে দাঁড়িয়ে কোচের সঙ্গে কথোপকথন করায় এর বলির পাঁঠা হয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply