জি কে শামীমের কোম্পানির চলমান প্রকল্পে নতুন করে টেন্ডার: গণপূর্ত মন্ত্রী

|

জি কে শামীমের কোম্পানি যেসব চলমান প্রকল্পের কাজ বন্ধ করে দিয়েছে সেগুলোতে নতুন করে টেন্ডার করা হবে। কাজ থেমে থাকবে না বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম।

সকালে দুদক কমিশনার মোজাম্মেল হক, সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিমের কাছে মন্ত্রণালয়ের দুর্নীতি ও অনিয়মের রিপোর্ট জমা দেন। এসময় দুদক কমিশনার বলেন, জি কে শামীমকে যারা সহযোগিতা করেছে তাদের বিষয়েও তদন্ত করা হবে।

প্রতিবেদনে বলা হয়, গণপূর্ত মন্ত্রনালয়ের টেন্ডার প্রক্রিয়ায় অনেক অনিয়ম ও গাফিলতি রয়েছে। যেসব কর্মকর্তার আত্মীয় ঠিকাদারি ব্যবসায় জড়িত তাদের টেন্ডার প্রক্রিয়ায় না রাখার সুপারিশ করে দুদক।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply