হত্যাকাণ্ডে বিব্রত, জড়িতদের বিচার নিশ্চিতে নেপথ্যে কাজ করছে বুয়েট: ভিসি

|

বুয়েটে আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বিব্রত বিশ্ববিদ্যালয় বলে মন্তব্য করেছেন ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম। আজ পৌনে ১১টায় অফিসে অবরুদ্ধ অবস্থা থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, জড়িতদের বিচার নিশ্চিত করতে নেপথ্যে কাজ করছে বুয়েট প্রশাসন।

মামলার নিয়মিত তদন্ত নিয়ে বেশ আশাবাদী ভিসি। তিনি জানান, জড়িতদের বিষয়ে একাডেমিক সিদ্ধান্ত নিতে কাজ শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটি।

এর আগে, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা পর শিক্ষার্থীদের সামনে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যা ৫টার মধ্যে সামনে এসে কথা বলার আলটিমেটাম দিলেও সন্ধ্যা ৬টার দিকে তাদের সামনে হাজির হন ভিসি। এসময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply