দুর্গাপূজা উপলক্ষ্যে মদপানে যুবকের মৃত্যু, দুইজন হাসপাতালে

|

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অতিরিক্ত মদপানে ঔষধ ব্যবসায়ী গোবিন্দ্র চন্দ্র রায়(২৫) নিহত হয়েছে। সে উত্তর কালামৃধা গ্রামের গ্রাম্য ডাক্তার গোপাল চন্দ্র রায়ের ছেলে।

খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ মঙ্গলবার সকালে লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এঘটনায় নিহতর বন্ধু মাইক্রোবাস চালক সাখাওয়াৎ হোসেন ও অটোভ্যান চালক বাচ্চু মিয়াও অতিরিক্ত মদপানে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, নবমী পূজা উপলক্ষ্যে রাতে গোবিন্দ ও তার বন্ধুরা মিলে মদ পান করে। প্রাথমিক ভাবে ধারনা করছি গোবিন্দ, সাখাওয়াৎ ও বাচ্চু অতিরিক্ত পরিমানে মদ পান করেছিল। তাদের অবস্থা গুরুতর হলে রাতেই তাদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখানে গোবিন্দকে মৃত্যু ঘোষণা করে চিকিৎসক, একই সাথে অপর দুই জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ওসি আরো জানান, এই ঘটনায় ভাঙ্গা থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply