গত মাসে পেসমেকার লাগানোর কথা ছিল সম্রাটের, বিদেশে পাঠানোর দাবি

|

গত সেপ্টেম্বর মাসের ১০ তারিখে সম্রাটের পেসমেকার লাগানোর কথা ছিল বলে জানিয়েছেন সম্রাটের আইনজীবি আফরোজা শাহনাজ পারভীন।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরে বাংলানগরের জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

শাহনাজ পারভীন বলেন, আমরা আজ সকালে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে দেখা করেছি। তাদের অনুমতি নিয়ে অসুস্থ সম্রাটের সাথে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের অনুমতি দেন নি। তারা জানিয়েছেন, সম্রাট চিকিৎসকদের অবজারভেশনে আছেন। সিসিইউ থেকে চিকিৎসাধীন।

সম্রাটের আইনজীবি বলেন, গত ১০ সেপ্টেম্বর সম্রাটের পেসমেকার লাগানোর কথা ছিল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের কারণে বিদেশে যেতে পারেন নি। তাই প্রধানমন্ত্রীরর কাছে আমাদের অনুরোধ, সম্রাটকে চিকিৎসারর জন্য দেশের বাইরে যাবার অনুমতি দেয়া হোক।

তিনি আরও বলেন, গতকাল তারা কারাগারে কর্তৃপক্ষের অনুমতিতে কিছু সময় সম্রাটের সাথে দেখা করেন। এ সময় সম্রাট বুকে হাত দিয়ে বার বার বলছিলেন বুকে ব্যথা।

এক প্রশ্নের জবাবে সম্রাটের আইনজীবি বলেন, আগে সম্রাটের চিকিৎসা, সুস্থতা তারপর বিচার। আগামীকাল আমরা আদালতে যাবো এবং এ বিষয়ে আদালতের অনুমতি চাইবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply