বিদ্যুৎ সংযোগ দেয়ার নামে টাকা আত্মসাৎ

|

পল্লী বিদ্যুতের সেচ লাইনে বিদ্যুৎ ও মিটার ব্যবস্থা চালু করে দেয়ার নামে টাকা আত্মসাতের অভিযোগে নেত্রকোণার কেন্দুয়া উপজেলা দলপা ইউনিয়নের ভুইয়ারপাড়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
ভুক্তভোগীরা জানায়, বিদ্যুৎ সংযোগের নামে ভুইয়ারপাড়া গ্রামের মো. আবদুস ছাত্তার ও লাল মিয়া আট লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এর প্রতিবাদে সোমবার সকাল ১১ দিকে কেন্দুয়ার দলপা ইউনিয়নের ভুইয়ারপাড়া গ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে বক্তারা দায়ীদের বিচার দাবি করেন।

ভুইয়াপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মো. আবদুর রশিদসহ ৬০ জন গ্রামবাসী জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। এ ছাড়া নেত্রকোণা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার, পুলিশ সুপার, কেন্দুয়া উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, দুর্নীতি দমন কর্মকর্তা ময়মনসিংহ, ডিজিএম পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দুয়াসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply