ডুবে মারা গেল ৩ বোন

|

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ:

গোপালগঞ্জের মুকসুদপুরে পানিতে ডুবে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ মার্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত শিশুরা হলো, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩) এবং একই ইউনিয়নের তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্না (৩)। এরা মামাতো-ফুফাতো বোন।

স্থানীয়রা জানিয়েছেন, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্না মামা মিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে।

আজ বরিবার সকালে তিন বোন বাড়ির উঠানে খেলছিল। খেলতে খেলেতে সবার অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজ করেও তাদের কোন সন্ধান পাওয়া যাযনি। পরে তিন বোনের মরাদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করে।

মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রদীপ বিশ্বাস জানান, ওই তিন শিশুকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply