চারদিন পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু

|

হিলি প্রতিনিধি
চার দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি আবারও শুরু হয়েছে। আজ শুক্রবার ১২ টার দিকে পেঁয়াজ বোঝায় ট্রাক প্রবেশের মধ্যে দিয়ে আবারও শুরু হলো হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি।

পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, গত রবিবার বিকেল থেকে বাংলাদেশসহ অন্যান্য দেশে পেঁয়াজ অনির্দিষ্টকালের জন্য রফতানি বন্ধ করে দেয় ভারত। এতে করে ভারত অভ্যন্তরে ৬৫/৭০টি ট্রাকে দেড় হাজার টনের মতো পেঁয়াজ আটকা পড়ে। ২৮ তারিখের পূর্বে খোলা এলসির বিপরীতে টেন্ডার হওয়া পেঁয়াজ গুলো পুনরায় রফতানি করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। সেই সিদ্ধান্তের আলোকে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি পুনরায় শুরু হয়েছে।

এদিকে আটকা থাকা পেঁয়াজগুলো বাংলাদেশে প্রবেশের পর দেশের অভ্যন্তরে দ্রুত পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন বন্দর সংশ্লিষ্টরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply