বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে ৪ ব্যবসায়ীকে জরিমানা

|

স্টাফ রিপোর্টার, নাটোর
সরকার নির্ধারিত বাজার মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে নাটোরের গুরুদাসপুরে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খানের নেতৃত্বে গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ও চাঁচকৈড় বাজারে এই অভিযান চালানো হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান জানান, বাজারে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় সরকার নির্ধারিত প্রতিকেজি পেয়াজের মূল্য ৬০ টাকা থেকে ৬৫ টাকার চেয়ে ১০০ টাকা করে বিক্রি করা হচ্ছিল।

এজন্য ভোক্তা অধিকার সংররক্ষণ আইনে হামিদ, হাবিব, এনামুল হক ও মিরাজ নামে চার ব্যবসায়ীকে অর্থদণ্ড দেয়া হয়। সেই সাথে বেশী দামে পেঁয়াজ বিক্রি না করতে সবাইকে সতর্ক করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply