পেঁয়াজ বেশি দরে বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

|

মৌলভীবাজারের শহরের বিভিন্ন স্থানে পেঁয়াজের খুচরা এবং পাইকারি ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পেঁয়াজ বিক্রি হচ্ছে কি না তা দেখতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়। এসময় মূল্য তালিকা না রাখা ও অতিরিক্ত দামে পণ্য বিক্রয়ের অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কোর্ট রোডে অবস্থিত রকিব স্টোরকে ১০ হাজার টাকা, টিসি মার্কেটে অবস্থিত দয়াল স্টোরকে ৩ হাজার টাকা, পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত নিউ নাগ ব্রাদার্সকে ৩ হাজার টাকাসহ মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার আইনের বিভিন্ন ধারায় এ জরিমানা করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply