প্যারিসে পুলিশ সদর দফতরে ছুরিকাঘাতে নিহত ৪

|

ফ্রান্সের রাজধানী প্যারিসের পুলিশ সদর দফতরে সহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন ৪ কর্মকর্তা। পরে, নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান ঐ ব্যক্তি।

কৌসুলি রেমি হেইৎজ জানান, স্থানীয় সময় বেলা ১টা নাগাদ দফতরে প্রবেশ করেন হামলাকারী। ছুরি হাতে এলোপাতাড়ি হামলা চালিয়ে তিন পুরুষ ও দুই নারী সহকর্মীকে আহত করেন। এদেরমধ্যে, চারজনের মৃত্যু হলেও; বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক।

কৌসুলি আরও জানান, এখনও হামলার কারণ জানা যায়নি। তবে, অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে হত্যাকাণ্ডের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর ওপর ফ্রান্সে হামলা বাড়ছে- এ কারণ দেখিয়ে বুধবার থেকে গোটা দেশে পুলিশ সদস্যরা ধর্মঘটে যাওয়ার পরই এলো আক্রমণ। এরইমাঝে, দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী পরিদর্শন করেছেন ঘটনাস্থল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply