বুড়িমারী স্থলবন্দর ৮ দিন বন্ধ

|

লালমনিরহাট প্রতিনিধি
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর টানা ৮ দিন বন্ধ থাকবে। বন্ধ থাকাকালীন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন দিয়ে পাসপোর্টধারী যাত্রী সাধারণের চলাচল অব্যাহত থাকবে।

বুড়িমারী স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল বলেন, দুর্গাপূজায় ভারতীয় চ্যাংরাবান্ধা শুল্ক স্টেশন ব্যবসায়ী ও পরিবহন সংগঠনের দেওয়া পত্রানুযায়ী ০৫-১০ অক্টোবর পর্যন্ত ৬ দিন ও দুইটি সাপ্তাহিক ছুটি মিলে ৮ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে শনিবার (১২ অক্টোবর) সচল হবে বন্দরের যাবতীয় কার্যক্রম।

বুড়িমারী স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ কর্মকর্তা খন্দকার মাহমুদ বলেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply