শাহজালালে আড়াই কেজি স্বর্ণ উদ্ধার

|

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে প্রায় আড়াই কেজি স্বর্ণ ও মোবাইল ফোন জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস।

বুধবার রাতে দুই যাত্রীর কাছ থেকে ওই সব পণ্য জব্দ করা হয়। উদ্ধার স্বর্ণের ওজন ২ কেজি ৪০০ গ্রাম। এছাড়াও ১০০টি বিদেশি মোবাইল উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

ঢাকা কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. সাজ্জাদ হোসেন জানান, গোপন খবর পেয়ে কাস্টম হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের ভেতরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়।

বিমান বন্দরের গ্রিন চ্যানেলে সন্ধ্যায় দুবাই থেকে ঢাকাগামী ফ্লাইটের যাত্রী সাহাবুদ্দিন ও মনির আহমেদ আটক করা হয়। পরে তাদের লাগেজের বডিতে অভিনব কায়দায় তার আকারে সেটিং করা ২ কেজি ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়।

এ সময় অন্যান্য কয়েকটি ফ্লাইটের কয়েকজন যাত্রীকে তল্লাশি করে আরও ২০০ গ্রাম স্বর্ণ ও ১০০ পিস বিভিন্ন ব্রান্ডের বিদেশি মোবাইল জব্দ করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply