পেঁয়াজের দাম বেশি রাখায় বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

|

পেঁয়াজের দাম অতিরিক্ত রাখায় বরিশালে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর পেঁয়াজপট্টি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জেলা প্রশাসন।

এসময় পেঁয়াজের অতিরিক্ত দাম রাখায় ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে সিকদার বাণিজ্য ভান্ডারকে ২ হাজার এবং বাংলা আড়ৎ ও রিয়াজ ট্রেডার্স নামের দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এসময় আমদানিকৃত পেঁয়াজের মূল্য ৬৫ থেকে ৭০ টাকা এবং দেশি পেঁয়াজের মূল্য ৭০ থেকে ৭৫ টাকা নির্ধারণ করে দেয় ভ্রাম্যমাণ আদালত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply