আর্জেন্টিনার সাবমেরিন গায়েব: ৪৪ ক্রু’র সন্ধান মেলেনি এক মাসেও

|

On this 2013 file picture released by Argentina Navy, the ARA San Juan, a German-built diesel-electric vessel, near in Buenos Aires , Argentina. Argentina's navy said Friday it has lost contact with a submarine off the country's southern coast. The navy's Twitter feed said that communications were lost 48 hours ago with at least 40 people aboard. (AP Photo/HO Argentina Navy )

এক মাস পার হলেও সন্ধান মেলেনি আর্জেন্টিনায় ৪৪ জন ক্রু নিয়ে নিখোঁজ সাবমেরিনটির। আজ শনিবার নিখোঁজদের স্মরণে র‍্যালি করেছে তাদের স্বজনরা।

দেশটির নৌবাহিনী জানায়, সাবমেরিনটি উদ্ধারে অভিযান স্থগিত করা হলেও বিভিন্ন দেশের সংস্থা এখনও সন্ধানের চেষ্টা চালাচ্ছে। এছাড়া প্রতিনিয়ত নিখোঁজদের পরিবারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।

গত ১৫ নভেম্বর দক্ষিণ আটলান্টিক মহাসাগরে টহলরত অবস্থায় নিখোঁজ হয় স্যান হুয়ান সাবমেরিনটি। কর্তৃপক্ষের দাবি, আর্জেন্টিনা উপকূল থেকে ২৬৮ মাইল দূরে ডুবোজাহাজটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়। ৬৬ মিটার লম্বা যানটির খোঁজ নিতে চেষ্টা চালায় মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা-নাসাও। কিন্তু এখনও কোনো সন্ধান দিতে পারেনি তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply