বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ

|

বেনাপোল প্রতিনিধি
ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধির ১৫০ তম জন্ম বার্ষিকি উপলক্ষে আজ বুধবার সকাল থেকে বেনাপোল- পেট্রাপোল বন্দর দিয়ে দু দেশের মধ্যে আমদানি কার্যক্রম বন্ধ রয়েছে। আমদানি রফতানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া স্বাভাবিক গতিতে চলছে। দুদেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তি জানান, আজ জাতির পিতা মহাত্মা গান্ধির ১৫০ তম জন্ম বার্ষিকি উপলক্ষে সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি বন্ধ রয়েছে।

বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার উত্তম চাকমা জানান, ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দর দিয়ে সকাল থেকে আমদানি রফতানি বন্ধ রয়েছে। আমদানি রফতানি বন্ধ থাকায় দু বন্দর এলাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝায় ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের গার্মেন্টস শিল্পের কাচামাল রয়েছে।

বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশনের ওসি মহসিন খান পাঠান জানান, ভারতে সরকারি ছুটি থাকলেও বেনাপোল চেকপোষ্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply