গণরুম সংকট সমাধানে শিক্ষার্থীদের ১৫ দিনের আল্টিমেটাম

|

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণরুম সংকট সমাধানে প্রশাসনকে ১৫ দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এর মধ্যে সমস্যার সমাধান না হলে গণরুমের শিক্ষার্থীরা ভিসির বাসভবনে উঠবেন বলে হুমকি দেন।

আজ ডাকসুর সদস্য তানভীর হাসান সৈকতের ডাকা ছাত্র সমাবেশে এ আল্টিমেটাম দেয়া হয়। গণরুম সংকট সমাধানে রাজু ভাস্কর্যে ছাত্র সমাবেশটির আয়োজন করা হয়।

সমাবেশে সৈকত বলেন, গণরুম টিকিয়ে রাখার মধ্য দিয়ে ক্ষমতাশীন ছাত্র সংগঠনগুলো পায়দা লুটে নেয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী এখানে দাস হওয়ার জন্য আসেনি। আজ বিশ্ববিদ্যালয় এক হাজার র‍্যাংকিংয়ে না থাকার মুল কারণ হচ্ছে এ আবাসন সংকট। কেউ ছাত্রদের কথা বলে না। এখানে ভালো মানের কোনো গবেষণা নেই। ইট পাথরের কয়েকটা দেয়াল থাকলে সেটা কখনও বিশ্ববিদ্যালয় হতে পারে না।

সমাবেশে শিক্ষার্থীরা ‘আমরা এখন চুপষে গেছি, জ্ঞানশূন্য কালো মাছি’, ‘গণরুমের বঞ্চণা, মানি না মানবো না’, ‘প্রথম বর্ষ থেকে বৈধ সিটের অধিকার চাই’ ইত্যাদি লেখা সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply