বেনাপোল দিয়ে আজ ভারতে যায়নি কোন ইলিশ

|

বেনাপোল প্রতিনিধি:

দুর্গাপূজায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ ভারতে ৫০০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। এরই অংশ হিসাবে আজ রোববার বেনাপোল বন্দর দিয়ে ৬টি ট্রাকে ২৪ মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রফতানি হওয়ার কথা থাকলে মাছের গাড়ী বেনাপোল বন্দরে না আসার কারণে রফতানি হয়নি।

বেনাপোলের সিএন্ডএফ ব্যবসায়ী সৈয়দ রুবায়েত জানান, দুপুরে ভিতর ইলিশ মাছ বোঝাই ২ টি ট্রাক বেনাপোল বন্দরে এসে পৌছায় বাকী ৪ গাড়ী না আসায় আজ ইলিশ মাছ রফতানি করা সম্ভব হয়নি তবে আগামী কাল সকালে বাকী ৪ গাড়ী আসলে ৬ গাড়ী একত্রে রফতানি হবে।

প্রতি-কেজি ইলিশের রফতানি মূল্য করা হয়েছে ৬ মার্কিন ডলার যা বাংলাদেশী ৫০০ টাকা।

দু’দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ছাড় দেয়া হবে বলে সিএন্ডএফ ব্যবসায়ীরা জানান।

মাছের এ চালানের রফতানি কারক ঢাকার গাজীপুরের একুয়াটিক রিসোর্স লিঃ আর আমদানি কারক ভারতের নাজ ইমপেক্স প্রাইভেট লিঃ।

বেনাপোল কাস্টমস থেকে চালানটি ছাড়া করাবেন এমি এন্টারপ্রাইজ নামে এক সিএন্ডএফ এজেন্ট। আগামী ১০ অক্টোবরের মধ্যে ৫০০ মেট্রিক টন ইলিশ রফতানির নির্দেশনা রয়েছে। ৭ বছর বন্ধ থাকার পর সোমবার ভারতে ইলিশ রফতানি হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply