নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সংবর্ধনা, কমিটি জটিলতায় সভাপতিত্ব করলেন পররাষ্ট্রমন্ত্রী

|

জাতিসংঘ থেকে দেশে ফেরার আগে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দিয়েছেন প্রবাসীরা। অনুষ্ঠানের আয়োজক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। তবে কমিটি নিয়ে জটিলতায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করতে হয়েছে পররাষ্ট্রমন্ত্রীকে।

অনুষ্ঠানে ঘণ্টাখানেক বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি মুক্তিযুদ্ধ-বঙ্গবন্ধু, উন্নয়নে প্রবাসীদের ভূমিকার পাশাপাশি বিএনপি’র রাজনীতি নিয়েও কথা বলেন।

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সমস্যা প্রকট হয়েছে। সভাপতি ড. সিদ্দিকুর রহমানকে সরাতে মরিয়া দলের একটি অংশ। সভাপতির বক্তৃতার সময় তারা বিশৃঙ্খলা করতে পারেন এমন আশঙ্কায় প্রধানমন্ত্রী সভাপতিত্ব করার দায়িত্ব দেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে।
সূত্র জানায়, সভায় ছিলেন না সভাপতি ড. সিদ্দিকুর।

ড. সিদ্দিকুরের বিরোধীদের অভিযোগ, কমিটিতে তিনি স্বজনপ্রীতি করেছেন। নিজের লোকদের পদায়িত করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ড. সিদ্দিকের অনুসারীরা। তারা বলেন, একদল আমলা রাজনীতিকে নির্বাসনে পাঠানোর কৌশলে ব্যস্ত। বাংলাদেশ হোক, আর যুক্তরাষ্ট্র সব জায়গায় প্রধানমন্ত্রীর কান ভারী করা হচ্ছে।

এদিকে জানা গেছে, আট বছর পর নতুন কমিটি পেতে যাচ্ছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply