কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে বন্দুকযুদ্ধ, সেনাসহ নিহত ৭

|

ভারতের জম্মু-কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সাথে পৃথক বন্দুকযুদ্ধে ৭ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষের দাবি- এর মধ্যে ছয় বিচ্ছিন্নতাবাদী ও এক সেনা সদস্য রয়েছেন।

ভারতীয় গণমাধ্যম জানায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার রামবন জেলায় অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেনা উপস্থিতি টের পেয়ে এক বাসিন্দাকে জিম্মি করে বিচ্ছিন্নতাবাদীরা। নয় ঘণ্টার অভিযানে, তিন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা এবং জিম্মি ব্যক্তিকে মুক্ত করতে পারলেও প্রাণ যায় এক সেনাসদস্যের। গান্দেরবাল অঞ্চলে পৃথক অভিযানে নিহত হয় আরও তিন বিচ্ছিন্নতাবাদী; জব্দ করা হয় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।

বিচ্ছিন্ন সহিংসতা হয়েছে আরও কয়েক জেলায়। জনসাধারণের চলাচলে নতুন করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে শ্রীনগরে। বিশেষ মর্যাদা বাতিলের পর, আট সপ্তাহ ধরে বহির্বিশ্ব থেকে যোগাযোগ বিচ্ছিন্ন ভারত নিয়ন্ত্রিত কাশ্মির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply