জয়ের ধারায় ফিরেছে মেসিবিহীন বার্সা

|

অবশেষে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিলো চোটে জর্জরিত বার্সেলোনা। চলতি লা লিগায় প্রথমবারের মতো টানা দুই ম্যাচে জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ১০ জনের দল নিয়েই গেটাফের মাঠ থেকে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে তারা। এর ফলে ৭ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বার্সা। এক ম্যাচ কম খেলেই ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল মাদ্রিদ।

এবারের মৌসুমে প্রথম ৫ ম্যাচের মাত্র ২টিতে জিতেছিল বার্সা। গত ২৫ বছরে এর চেয়ে বাজে শুরু করেনি কাতালান এই দলটি। ইনজুরির কারণে মাঠে নামেননি লিওনেল মেসি, আনসু ফাতি ও উসমান দেম্বেলে। ৪১ মিনিটে প্রথম গোল পায় বার্সা। গেটাফের বক্সের দিকে বল পাঠান মার্ক আন্দ্রে টের স্টেগেন। এরপর সেটি টেনে নিয়ে লক্ষভেদ করেন লুই সুয়ারেজ।

বিরতির ঠিক পরেই ৪৯ মিনিটে কার্লস পেরেসের শট স্বাগতিক গোলকিপার দাভিদ সোরিয়া রুখে দিলে সেটি জুনিয়র ফিরপোর সামনে পড়ে। বার্সার জার্সিতে প্রথমবার লক্ষ্যভেদ করতে ভুল করেননি এই লেফট ব্যাক।

৮২ মিনিটে ক্লেমন্ত লংলে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনকে নিয়ে খেলা শেষ করতে হয় বার্সাকে। তবে, এসময়ে কোনো ভুল করেনি তারা। ফলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply