ভিসি নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে ৯ম দিনের মতো আন্দোলন চলছে

|

উপাচার্য ড. নাসিরউদ্দিনের পদত্যাগের দাবিতে ৯ম দিনের মতো আন্দোলন চলছে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।

সকাল থেকেই প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। অনিয়ম-দুর্নীতি’র অভিযোগ এনে ভিসি’র অপসারণ দাবি করে স্লোগান দেয় আন্দোলনরতরা। বিকেল ৫টায় ভিসিকে লাল কার্ড প্রদর্শন হবে। সন্ধ্যায় ভিসি খন্দকার নাসিরউদ্দিনের কুশপুত্তলিকা দাহসহ মশাল মিছিলের কর্মসূচি দেয়া হয়।
ভিসিকে দায়িত্ব থেকে না সরানো পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষুব্ধরা।

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ত্যাগের নির্দেশ দেয় কর্তৃপক্ষ। তবে তা মানেনি ছাত্র-ছাত্রীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply