গোডাউনে আগুনঃ ৯৯৯ এ কল করে ফায়ার সার্ভিস ডাকলো প্রত্যক্ষদর্শী

|

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ।
মানিকগঞ্জের সাটুরিয়া একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হলেও কেউ হতাহত হয়নি। এক প্রত্যক্ষদর্শী জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে ফায়ার সার্ভিস ডাকেন। প্রায় ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিস কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামতা গোলড়া এলাকায় মাহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীর তুলার গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার খন্দকার জান্নাতুল নাঈম জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে তুলার গোডাউনে আগুনের খবর জানতে পারি। খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

জরুরী সেবা ৯৯৯ এর সহযোগিতা চাওয়া বেসরকারি চাকরিজীবি শাহিনুর রহমান জানান, ঘটনাস্থলের পাশেই তার অফিস। দুপুরে হঠাৎ দেখেন লোকজন দৌড়াদৌড়ি করছেন।অফিস থেকে বেড়িয়ে ভয়াবহু আগুন দেখতে পান তিনি। তাৎক্ষনিক জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন দিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতা চান। তার কল পেয়েই দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রথমবারের মতো ৯৯৯ এর সহযোগিতা নিয়ে খুবই উচ্ছাচ্ছিত শাহিনুর রহমান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply