মুখ্যসচিব পদমর্যাদা পেলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক

|

২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড.কামাল আব্দুল নাসের চৌধুরীকে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পদমর্যাদা দেয়া হয়েছে।

বুধবার এই মর্যাদা দিয়ে আদেশ জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় জানিয়েছে, তিনি মুখ‌্য সচিবের সমান সবধরনের সুযোগ-সুবিধা পাবেন।

আদেশে বলা হয়, ‘১৪ ফেব্রুয়ারি থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক পদে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের পদমর্যাদা, বেতন-ভাতা ও বিধি অনুযায়ী প্রাপ্য অন্যান্য সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’ নিয়োগের শর্তাবলি অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে বলেও আদেশে বলা হয়েছে।

ফেব্রুয়ারীতে গঠিত জাতীয় অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলামকে সভাপতি করে ৬১ সদস্য বিশিষ্ট ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’তে কামাল আব্দুল নাসের চৌধুরীকে প্রধান সমন্বয়কের দায়িত্ব প্রদান করা হয়।

প্রসঙ্গত, কামাল নাসের চৌধুরী প্রধানমন্ত্রীর মুখ্যসচিব থাকা অবস্থায় অবসরোত্তর ছুটিতে গিয়েছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply