বৃষ্টি কেড়ে নিল একক শ্রেষ্ঠত্বের মুকুট: যুগ্ম চ্যাম্পিয়ন বাংলাদেশ-আফগানিস্তান

|

বেরসিক বৃষ্টি যে শিরোপার কর্তৃত্ব কারো হাতেই দিচ্ছেনা তা আগে থেকেই যেন নির্ধারণ করে রেখেছিল সে।

মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ-আফগানিস্তান ফাইনাল ম্যাচের টস অনুষ্ঠিত হবার কথা থাকলেও তার ঘন্টাখানেক আগেই কালোবিড়াল হয়ে পথে কাটা দেয় বৃষ্টি।

গুড়িগুড়ি বৃষ্টি যেন না থাকাম প্রতিজ্ঞা নিয়েই এসেছিল আজ। আর তাতেই শঙ্কায় পড়ে যায় বহুল প্রতিক্ষীত এই ম্যাচটি। রাত ৯টায় বাধ্য হয়েই ম্যাচ পরিত্যাক্ত ঘোষণা করেন অফিসিয়ালরা।

আর এতে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় বাইলজ অনুযায়ী যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় বাংলাদেশ-আফগানিস্তানকে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা না থাকায় আজকের ম্যাচের জন্য রাখা হয়নি কোন রিজার্ভ ডেও ফলে দু দলইকেই ভাগ করে নিতে হয় শ্রেষ্ঠতের মুকুট।

আর এর ফলে এই প্রথম কোন টি-টোয়েন্টি কোনো টুর্নামেন্টে শিরোপা জয়ের স্বাদ পেল বাংলাদেশ। এর আগে দুইবার টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেও দুর্ভাগ্য বশত হেরে যায় বাংলাদেশ।

আফগান অধিনায়ক রশিদ খান বলেন, এটা খুব হতাশার বিষয়। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জিততে চেয়েছিলাম, কিন্তু প্রকৃতির উপর কারো হাত নেই।

সবশেষ গত বছর শ্রীলংকার কলম্বোয় নিদাহাস ট্রফিতে ভারতের বিপক্ষে ৮ উইকেটে ১৬৬ রান করেও ৪ উইকেটে হেরে যায় টাইগাররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply