জাবি উপাচার্যকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আজও কালো পতাকা প্রদর্শন

|

দুর্নীতির অভিযোগে অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে আজও কালো পতাকা প্রদর্শন করেছে আন্দোলনকারী শিক্ষক শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে ভর্তি পরীক্ষা চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন।

বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৪৪৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প থেকে ছাত্রলীগকে এক কোটি টাকা ভাগ করে দেওয়ার অভিযোগ তুলে আগামী ১ অক্টোবরের মধ্যে উপাচার্যকে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানানো হয়। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে ‘দুর্নীতিবাজ’ বলে আখ্যায়িত করে দ্রুত পদত্যাগের দাবি জানান। যদি তিনি পদত্যাগ না করেন তবে কঠোর আন্দোলনে যাবারও হুঁশিয়ারি দেন তারা।

এদিকে আগামীকাল বুধবার দুপুর ১টায় শহীদ মিনারের সামনে আবারও উপাচার্যকে কালো পতাকা প্রদর্শন করা হবে বলে জানান আন্দোলনকারীরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply