জাতিসংঘে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

|

স্বল্প আয়ের মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে বাংলাদেশের নেওয়া পরিকল্পনার কথা বিশ্ববাসীকে শোনালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী জানান, কীভাবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়েছে বাংলাদেশ। ৭৪-তম সাধারণ পরিষদে জাতিসংঘের ইকোনোমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের ‘সকলে মিলে স্বাস্থ্যসম্মত বিশ্ব গড়ে তুলতে বৈশ্বিক স্বাস্থ্য সেবা’ শিরোনামের উচ্চ পর্যায়ের বৈঠকে তিনি বলেন, স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেওয়া অর্থ সত্যিকারের গরিব মানুষের কাছে পৌঁছাতে হবে। যেন সেই অর্থ ধনীদের আরও ধনী করতে খরচ না হয়।

স্পেনের প্রধানমন্ত্রীর সঙ্গে কো-চেয়ারের দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকের প্রথমাংশের মডারেটরের দায়িত্ব পালন করেন। বৈঠকে স্বাস্থ্য সেবায় বাংলাদেশের অর্জনকে সাধুবাদ জানান সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা।

উল্লেখ্য, জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৭৪-তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে আট দিনের সরকারি সফরে আছেন প্রধানমন্ত্রী। ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ ৭৪-তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেবেন তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply