বাল্য বিয়ের ঘটনায় কনের পিতার কারাদণ্ড

|

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরের মণিরামপুরে বাল্য বিয়ের ঘটনায় কনের পিতাকে ১ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পিতা বুলবুল হোসেন (৪৭) উপজেলার এনায়েতপুর গ্রামের বাসিন্দা। সোমবার বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান এ আদালত পরিচালনা করেন। কনের পিতাকে থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার আব্দুল মান্নান জানান, সোমবার উপজেলার এনায়েতপুর গ্রামে বাল্য বিয়ের আয়োজনের খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইয়েমা হাসান বিয়ে বাড়িতে যান। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে কনে এনায়েতপুর বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী শারমিন সুলতানা ও তার মাসহ অন্যরা সটকে পড়েন। কনের পিতা বুলবুল হোসেনকে আটক করা হয়। তার বিরুদ্ধে কনের বয়স বাড়াতে ভুয়া জন্ম সনদ বানানোর সত্যতা পান আদালত। বাল্য বিয়ের আয়োজন ও ভুয়া জন্ম সনদের দায়ে কনের পিতা বুলবুল হোসেনকে ১ মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply