নারায়ণগঞ্জের জঙ্গি আস্তানায় খেলনা পিস্তল!

|

নারায়ণগঞ্জের ফতুল্লার সোমবার জঙ্গি আস্তানায় অভিযান ঘিরে দিনভরই ছিল চাপা উৎকণ্ঠা। কী কী উদ্ধার হতে পারে, তা নিয়েও ছিল জল্পনা-কল্পনা। অভিযান শেষে ব্রিফিংয়ে অবশ্য বিস্তারিতই জানিয়েছেন কাউন্টিার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। নানা তথ্যের মধ্যে তিনি জানান, আস্তানায় পেয়েছেন দু’টি খেলনা পিস্তলও।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য যখন জানান মনিরুল, তখন উপস্থিত অনেকেরই মনে প্রশ্ন জাগে, জঙ্গি আস্তায় খেলনা পিস্তল কেন? তার জবাবও মেলে। মনিরুল জানান, সম্ভবত শ্যুটিংয়ের কাজে ব্যবহার হতো খেলনাগুলো। তিনি বলেন, তিনটি রেডি আইইডি, কিছু কেমিক্যাল উদ্ধার করা হয়। স্পর্শকাতর কেমিক্যাল সংরক্ষণের জন্য ছিল রেফ্রিজারেটরও। সুইসাইডাল ভেস্টও উদ্ধার করা হয়। যদিও সেগুলোতে কোন বিস্ফোরক ছিল না বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

অনেক প্রশ্ন আর উত্তরের মাঝেও খেলনা পিস্তল নিয়ে আরেকটু জানার আগ্রহ থেকেই গেছে গণমাধ্যমের। কিন্তু সিটিটিসি’র প্রধান এ বিষয়ে আর কথা এগোননি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply