নদী ভাঙ্গনে স্বাস্থ্য কমপ্লেক্সসহ শতাধিক ঘর বাড়ি বিলীন

|

স্টাফ রিপোর্টার, মাদারীপুরঃ
পদ্মায় অস্বাভাবিক হারে পানি বৃদ্ধি পেয়ে নদী ভাঙ্গনে মাদারীপুরের শিবচরের চরাঞ্চলের হাসপাতালসহ শতাধিক ঘর বাড়ি বিলীন হয়েছে। ভয়াবহ ভাঙ্গন ঝূকিতে রয়েছে ৫টি স্কুল, ইউনিয়ন পরিষদ ভবন, হাসপাতালসহ বহু স্থাপনা ফসলি জমি।। উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল নোমান বলেন, গত ২৪ ঘন্টাসহ কয়েকদিন ধরে পদ্মা নদীতে ভাঙ্গন আবারো তীব্র আকার ধারন করেছে। চরের একটি ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স ও শতাধিক ঘরবাড়ি ফসলি জমি নদীতে বিলীন হয়েছে। আমরা দফায় দফায় আক্রান্ত এলাকা পরিদর্শন করেছি। পানি উন্নয়ন বোর্ড বালুর বস্তা ফেলে ভাঙ্গন প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply