‘কাউন্সিলর ক্যাসিনো ব্যবসায় জড়িত ২ মাস আগে জানানো হয়েছিল’

|

ঢাকা দক্ষিণ সিটির মেয়র সাঈদ খোকন

ঢাকা দক্ষিণ সিটির একজন কাউন্সিলর ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকায় তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ২ মাস আগে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিলো বলে জানিয়েছেন সাঈদ খোকন।

ক্যাসিনোর নামে দেশে যে মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার হয়েছে সেগুলো অভিযানের মাধ্যমে বন্ধ করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন।

আজ সোমবার দুপুরে নগরভবনে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি এস্ট্রাপ পিটারসেনের সাথে সাক্ষাত শেষে তিনি এ কথা বলেন।

সাঈদ খোকন বলেন, সরকারের শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়েছে জনগণ। এছাড়া ক্যাসিনো ব্যবসাকে বৈধ করা হবে কিনা এ সিদ্ধান্ত সরকারের উচ্চ মহল নেবে বলেও জানান দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র।

সাঈদ খোকন বলেন, দক্ষিণ সিটি করপোরেশনের কোনো কাউন্সিলর জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply